কিভাবে Smadav অ্যান্টিভাইরাস ইনস্টল করবেন?

প্রথমে জেনে নেই অ্যান্টিভাইরাস কি? অ্যান্টিভাইরাস এমন একটি সফটওয়্যার যা আপনার পিসিকে সুরক্ষা করে। যেমন আপনারা বাসাতে তালা লাগান আপনার বাসার সুরক্ষার জন্য যেন কোন কিছু চুরি না হয়। তেমনি যদি আপনি আপনার পিসি অথবা ল্যাপটপ অ্যান্টিভাইরাস ব্যাবহার করেন তাহলে আপনার পিসি অথবা ল্যাপটপ সুরক্ষিত থাকবে।

অ্যান্টিভাইরাস ফ্রীতে এবং কিনে ২ ভাবে পাওয়া যায়। আপনি যদি ফ্রী অ্যান্টিভাইরাস ব্যাবহার করেন তাহলে আপনার কম্পিউটার কিছুটা সুরক্ষা পাবে, অ্যান্টিভাইরাস প্রতিষ্ঠান গুলি ফ্রীতে দেয় তবে কিছু সীমাবদ্ধতা রাখে। তবে আপনি যদি ওই অ্যান্টিভাইরাস কিনে নেন টা হলে সম্পূর্ণ সুবিধা পাবেন।

আজ আমি Smadav অ্যান্টিভাইরাস নিয়ে কথা বলব, Smadav একটা বিশ্বব্যাপী জনপ্রিয় অ্যান্টিভাইরাস। এটি ইন্দোনেশিয়া ভিত্তিক অ্যান্টিভাইরাস সফটওয়্যার। এটি ব্যবহার করলে আপনার পিসি সুরক্ষিত থাকবে এবং ভাইরাস, ট্রোজান হর্স, ম্যালওয়্যার ইত্যাদির বিরুদ্ধে সম্পূর্ণ নিরাপত্তা প্রদান করে। এতে অ্যান্টি-র‍্যানসমওয়্যার রয়েছে যা ফাইল এনক্রিপ্ট করতে র‍্যানসমওয়্যার বন্ধ করে দেয়।

Smadav অ্যান্টিভাইরাসের বৈশিষ্ট্য:

  • আপনার পিসির জন্য অতিরিক্ত সুরক্ষা দেয় এই অ্যান্টিভাইরাস তবে বেশিরভাগ অন্য অ্যান্টিভাইরাস পণ্যগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ!
  • ইউএসবি ফ্ল্যাশডিস্কের জন্য সুরক্ষা দেয়
  • কম সাইজ অ্যান্টিভাইরাস।

আপনার পিসিতে অ্যান্টিভাইরাস ইনস্টল করার একটি খুব সহজ এবং সহজবোধ্য পদ্ধতি আছে তবে আপনাকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এই টিউটোরিয়ালে, আমরা কিছু সহজ ধাপের তালিকা দেব যার মাধ্যমে আপনি অনায়াসে আপনার কম্পিউটারে Smadav অ্যান্টিভাইরাস ইনস্টল করতে পারেন।

  • প্রথমত, আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে Smadav Antivirus ফাইলটি ডাউনলোড করতে হবে।
  • সেটআপ বা ইনস্টলার ফাইলটি ডাউনলোড করার পরে, আপনাকে এটিকে ডাবল ক্লিক করে চালাতে হবে।
  • এখন আপনাকে সেটআপের ভাষা নির্বাচন করতে হবে। আমি এইখানে ইংরেজি ভাষা নির্বাচন করতেছি যাতে সেটআপটি বুঝতে আপনাদের কোন সমস্যা না হয়। নিচের ছবিতে দেখুন
  • OK ক্লিক করে সফটওয়্যারটি ইন্সটল প্রক্রিয়া চালু করতে হবে।

Smadav

  • এখন আপনাকে Next এ ক্লিক করতে হবে।

Smadav

  • এখন সেটআপ পেজ আসবে।  আপনাকে I accept the agreement টিক দিয়ে Next এ ক্লিক করতে হবে।

Smadav

  • এইবার যদি আপনার আইকন দরকার হয় Smadav অ্যান্টিভাইরাস তাহলে কিছু করতে হবে না। তবে যদি আইকন দরকার না হয় তাহলে Create a desktop icon টিক তা উঠায় দিতে হবে। এরপর Next এ ক্লিক করতে হবে।

Smadav

  • এখন সব কিছু দেখে Install এ ক্লিক করতে হবে।

Smadav

  • এখন Install প্রক্রিয়া চলমান থাকবে। নিচের ছবিতে দেখুন

Smadav

  • Install শেষ হলে নিচের মত ছবি আসবে। আপনাকে finish এ ক্লিক করতে হবে।

Smadav

  • সব শেষ। এখন যদি আপনি চালু করেন নিচের মত ছবি আসবে।

Smadav

ধন্যবাদ। 

Onno Digonto
 

Click Here to Leave a Comment Below 0 comments

Leave a Reply: